ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উদ্ধারকৃত ৮ প্রজাতির ১৩টি বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২২, ৫ জুলাই ২০২২

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত ৮ প্রজাতির ১৩টি বন্যপ্রাণী সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও পর্যটক কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ প্রাণীগুলো করমজলে অবমুক্ত করা হয়।

বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকার মিনি পার্ক, রিসোর্ট ও ধনী ব্যক্তিদের বাড়িতে বেআইনিভাবে রাখা এ প্রাণীগুলো জব্দ করে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট।

বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার পরিদর্শক মোঃ রাজু আহমেদ জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় বেআইনিভাবে আটকে রাখা সুন্দরবনের নানা প্রজাতির প্রাণী উদ্ধার ও তার সঠিক পরিবেশে ফিরিয়ে দেয়ার কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের কয়েকটি জায়গা অভিযান চালিয়ে ৮ প্রজাতির ১৩টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এর মধ্যে রয়েছে একটি মদনটাক, তিনটি কালিম পাখি, একটি মাছ মোরাল, এটি অজগর সাপ, একটি কেউটে সাপ, দুটি বানর, একটি মেছো বিড়াল ও তিনটি তক্ষক। 

এগুলো মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। এ সময় করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি