সুন্দরবনে আত্মসমর্পণকারী দস্যুরা পেল র্যাবের ঈদ উপহার
প্রকাশিত : ১৩:২৩, ৫ জুলাই ২০২২
আত্মসমর্পণকারী জলদস্যুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন র্যাব-৮ এর অধিনায়ক
সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয় র্যাব।
এসময় র্যাব-৮ এর অধিনায়ক ডিআইজি জামিল হাসান বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর সেখানে এখন সুবাতাস বইছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে এসব দস্যুদের মাঝে ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছে র্যাব। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এবারও তাদেরকে ঈদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
২৭টি দস্যু বাহিনীর ২৮৪ জনকে মঙ্গলবার সকালে চাউল, তেল, সেমাই, ঘি, চিনি, দুধ, লবন, বাদাম, কিসমিস, মসল্লা ও পেঁয়াজসহ তাদের যাতায়াত ভাড়াও দেয়া হয় বলে জানান ডিআইজি জামিল হাসান।
তিনি বলেন, সুন্দরবনে দস্যুরা আত্মসমর্পণ করায় মাওয়ালী, বাওয়ালী বনজীবী ও বন্যপ্রাণী সবাই এখন নিরাপদে রয়েছে। নির্ভয়ে নির্বিঘ্নে সুন্দরবনে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক ও জাহাজ বণিকরা।
এভাবেই সরকারের দূরদর্শীতায় সুন্দরবনকেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও জানান র্যাবে এই কর্মকর্তা।
এনএস//
আরও পড়ুন