ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোল সীমান্তে গুলিসহ বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে এই অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে কায়বা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলীর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে বিশেষ অস্ত্র চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে দৌলতপুর গ্রামের রাস্তার পাশে একটি কলাবাগানে বস্তভর্তি দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি