ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাপাহার সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ৫ জুলাই ২০২২

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রমজান আলী (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের পাতাড়ী সীমান্তের নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী উপজেলার মধ্য পাতাড়ী গ্রামের জোয়ান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে সাত থেকে আটজনের একটি দল চোরাই পথে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে রমজান নিহত হন। আজ সোমবার সকালে তার লাশ নদীতে ভাসতে দেখেন তারা।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ জানান, নিহত রমজান আলীর পরিবারের সদস্যরা তার লাশ নদীতে ভাসতে দেখে নদী থেকে উদ্ধার করে। পরে থানায় খবর দিলে প্রাথমিক সুরতহালের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। কি কারনে বা কিভাবে তার মৃত্যু হয়েছে এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি