মোটরসাইকেল চালক হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
প্রকাশিত : ২০:১০, ৫ জুলাই ২০২২
বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার(৪০) নামের এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফরিদ শেখ (৩৮) ও ফরিদের ছেলে ২নং আসামি আসিফ শেখকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার খাজুরবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ৪ জুলাই দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে ওই চালককে কুপিয়ে হত্যা করা হয়।
এসময় নিহত জাহাঙ্গীরের কলেজ পড়ুয়া ছেলে আজিজুর রহমান সাকিব (১৮) গুরুত্বর আহত হন। সাকিব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী-নিকারিপাড়া এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে। ঘাতক ফরিদ শেখ একই এলাকার আব্দুল গনি শেখের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মোটরসাইকেল চালক জাহাঙ্গীর নিহত হওয়ার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদদের ধরতে থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদ, এসআই মো. জাহাঙ্গীর হোসেন, মোশাররফ হোসেনসহ পুলিশের অভিযান শুরু হয়। মঙ্গলবার দুপুরে খাজুরবাড়িয়া গ্রাম থেকে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
কেআই//
আরও পড়ুন