ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে বন্যা কবলিত ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের শাল্লায় বন্যা কবলিত প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ফেসবুক ভিত্তিক বাংলাদেশের এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ গ্রুপ।

সোমবার বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন গ্রুপটির সদস্যরা। এ সময় নোমান মজুমদার, মাহিনুর মুন্নী, সাদ বিন জাকির, তনয় খান ও সালমান উপস্থিত ছিলেন।

নোমান মজুমদার জানান, ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছেন। গ্রুপটিতে এখন এক লাখ ১০ হাজার সদস্য যুক্ত আছেন। কেন্দ্রীয় পর্যায় ছাড়াও প্লাটফর্মটির বিভিন্ন জেলার বন্ধুরা বন্যার্তদের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

এর আগে করোনার সময়েও ০৭০৯ বাংলাদেশ গ্রুপের বন্ধুরা এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও কাজগুলো অব্যাহত থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি