ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে রেল কর্মচারিকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ৬ জুলাই ২০২২

রাজশাহীতে সোহেল রানা নামে এক রেল কর্মচারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ফারুক নামের আরও একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহেল রাজশাহী মহানগরের ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি রেলওয়ের ওয়েম্যান পদে চাকুরী করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদক কারবারি টগরের সঙ্গে মাদক কেনা নিয়ে সোহেলের ঝগড়া হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে সোহেল এবং ফারুককে কুপিয়ে জখম করে টগর।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “কীভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া য়ায়নি। তবে স্থানীয়রা বলছেন টগর ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি