ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৫, ৬ জুলাই ২০২২

নোয়াখালীর সদরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে মো. কালাম প্রকাশ কালা মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৬ জুলাই) দুপুরে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মঙ্গলবার রাতে সোনাপুর জিরো পয়েন্টের পাশে মান্নান নগর রোডের আল আকসা রেস্তোরাঁর সামনে থেকে পর্ণগ্রাফি ও ধর্ষণের অভিযুক্ত আসামি কালামকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ভুক্তভোগীর অশ্লীল ভিডিওসহ একটি মোবাইল ফোন, দুটি সিম, একটি মেমোরী, অশ্লীল ভিডিওর পাঁচ পাতা স্ক্রিনশট ও নগদ ৪১৫ টাকা জব্দ করা হয়েছে। 

পরে মামলা রুজু করে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

গ্রেফতার মো. কালাম প্রকাশ কালা মিয়া নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।

র‌্যাব জানায়, সৌদি আরব প্রবাসীর ভুক্তভোগী স্ত্রী (২৬) পিতার বাড়িতে ঘর নির্মাণ করে দুই শিশু সন্তান নিয়ে বসবাস করে আসছেন। আসামি কালাম বিয়ের আগ থেকে তাকে প্রেমের প্রস্তাবসহ অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছিলেন। গত ২৬ জুন রাতে ঘুমানোর আগে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে টয়লেটে গেলে আসামি কালাম ছুরি নিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে লুকিয়ে থাকে। 

গভীররাতে ছোট ছেলের গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং অশ্লীল ভিডিও ধারণ করেন কালাম। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রবাসী ও তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আসামি মো. কালাম প্রকাশ কালা মিয়ার বিরুদ্ধে ধর্ষণ, পর্ণগ্রাফি ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আজই (বুধবার) আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি