ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিংড়ায় ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ৬ জুলাই ২০২২

নাটোরের সিংড়ায় ট্যাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৮)। বুধবার বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর রাস্তার জামাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও খবির উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলেই রয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্যাক্টর ও তার চালক-কে আটক করেছে স্থানীয়রা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খবর পেয়ে দুর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওয়া হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি