ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত : ১৯:১১, ৬ জুলাই ২০২২
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠাকুরগাঁওয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে জেলা শহরের গোবিন্দ নগর আনসার ব্যাটলিয়ান সদর দপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় চত্বরে ফলদ-বনজ ও ঔষধী প্রায় ৫০ গাছের চারা রোপনের মধ্য দিয়ে অভিযান কর্মসূচির উদ্বোধন করেন, আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান।
এ উপলক্ষে এর আগে জেলা আনসার সদর দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারি জেলা কমান্ড্যান্ট ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার রায়সহ অনেকে।
র্যালি ও বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় জানানো হয়, জলবায়ু রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। প্রতিটি গাছের চারা মানুষের অক্সিজেনের চাহিদা ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ জীবনের নিত্য প্রয়োজনীয় অভাব দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে। তাই প্রতিটি মানুষের নিত্যদিন গাছের চারা রোপন করা উচিৎ।
কেআই//
আরও পড়ুন