ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শার্শা  সীমান্তে ১৮ কেজি ভারতীয় রুপা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০৪, ৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শা থানার গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটা মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৬ জুলাই) বিকালে গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এই চালান জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি'র টহলদল গোগা গ্রামে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করলে মোটর সাইকেলসহ ১৭.৯ কেজি ভারতীয় রুপা জব্দ করা হয়। 

জব্দকৃত রুপার এবং মোটর সাইকেলের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৯ হাজার টাকা। জব্দকৃত রুপা এবং মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি