ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ যাত্রায় সড়কে প্রাণ হারালেন ২ পোশাক কর্মী

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১০:০০, ৭ জুলাই ২০২২ | আপডেট: ১০:১৮, ৭ জুলাই ২০২২

হাসপাতালে  আহত-নিহত স্বজনদের ভীড়

হাসপাতালে আহত-নিহত স্বজনদের ভীড়

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে মাহেন্দ্রা উল্টে ম‌তিয়ার রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩২) না‌মে দুই গার্মেন্টসকর্মীর মৃত‌্যু হয়েছে। তারা ঈদের ছু‌টি‌তে বাড়িতে যা‌চ্ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন শামীম মোল্লা (৩০) নামের অপর এক যাত্রী। উন্নত চি‌কিৎসার জন‌্য তাকে ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার ভোর সাড়ে ৫টার দি‌কে রাজবাড়ী জেলা শহরের মা‌লিক স‌মি‌তির সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ম‌তিয়ার রহমান ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার দোহা‌রো গ্রামের আতর আলীর ছেলে ও আজিজুর রহমান একই এলাকার নজরুল জোয়ার্দারের ছেলে।

আহত শামীম একই থানার ডাউটিয়া গ্রামের হা‌বিল মোল্লার ছে‌লে।

জানা‌ গে‌ছে, ভোর রাত সা‌ড়ে ৪টার দি‌কে ১০ জন যাত্রী নি‌য়ে দৌলত‌দিয়া ঘাট থে‌কে পাংশার উদ্দে‌শ্যে রওনা হয় এক‌টি মাহেন্দ্রা। পথে পাম্প থেকে তে‌ল নি‌য়ে আবার রওনা হ‌লে রাজবাড়ী মা‌লিক স‌মিতির সাম‌নের সড়‌কের আইল‌্যা‌ন্ডের উপর চাকা উঠে গেলে উল্টে যায় মাহেন্দ্রাটি। এতে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়।

রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় মা‌হেন্দ্রার চালক ও মাহেন্দ্রাটি আটক করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি