ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মসজিদের কমিটি গঠন নিয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ৭ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আব্দুর রশিদ (৫৫) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (৬ জুলাই) রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মসজিদ কমিটির বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত মতি মিয়ার ছেলে ও সৌদি আরব প্রবাসী। 

নিহতের পরিবারের অভিযোগ, বুধবার বাদ মাগরিব রসুলপুর শাহী নূর জামে মসজিদ কমিটির হিসাব-নিকাশ নিয়ে সভা বসে। এই মসজিদে দীর্ঘদিন যাবত উম্মেদ আলী সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সভায় উপস্থিত ছিলেন বর্তমান সেক্রেটারি ফিরোজ মেম্বারের ভাতিজা প্রবাসী আব্দুর রশিদ। 

তিনি মাত্র ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন। 

সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। এসময় আব্দুর রশিদ বলেন, মসজিদ কমিটি নিয়ে দলাদলির দরকার নাই, যে কমিটি আছে তাই থাকবে। তার এই কথার পরিপ্রেক্ষিতে স্থানীয় মৃত লিয়াকত মিয়ার ছেলে লিটন ও মৃত আনসার আলীর ছেলে জিল্লু মিয়া দাবি করেন সফর আলীকে মসজিদের সভাপতি করতে হবে। 

এনিয়ে তাদের সাথে আব্দুর রশিদের বাকবিতণ্ডা হয়। 

এরপর বাদ এশা আব্দুর রশিদের উপর হামলা করে কুপিয়ে রক্তাক্ত করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।   

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, প্রথমে ওই ব্যক্তিকে সরাইলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি