ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ৭ জুলাই ২০২২ | আপডেট: ১৪:১৬, ৭ জুলাই ২০২২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত সৃষ্টি হয় যানজট। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই পরিস্থিতিতে ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ন চালক ও যাত্রীরা। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। 

পুলিশ জানায়, সড়কে ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় রাত থেকে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী (ওয়ানওয়ে) করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে।

তবে ঈদে ঘরমুখো মানুষের চাপ থাকাও যানজটের অন্যতম কারণ বলে জানায় হাইওয়ে পুলিশ। 

পুলিশ জানায়, রাতের মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত তিন-চারটি গাড়ি বিকল হয়েছে, যে কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি