ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাকওয়া পরিবহনের চাপায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের শিববাড়ি-চান্দনা চৌরাস্তায় তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির হেলপারকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়্যারলেস গেইট এলাকায় বাস চাপায় সায়েম নামের এক যুবক নিহত হন। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-কমিশনার মোঃ জাকির হাসান জানান, নিহত যুবক কিভাবে দুর্ঘটনা শিকার হয়েছে তা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি