ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনাইমুড়ীতে কক্ষ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের বাংলাবাজারে নিজ কক্ষ থেকে টিটু চন্দ্র দাস (১৯) নামে এক যুবকের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

এর আগে বুধবার রাত ১০টার দিকে বাংলাবাজার মোহাম্মদ উল্যা বিল্ডিং-এর দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত টিটু চন্দ্র দাস পাশ্ববর্তী কুমিল্লা জেলার মনোহরগহঞ্জ উপজেলার নাওতলা গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছর ধরে পারিবার নিয়ে সোনাইমুড়ীর বাংলাবাজার মোহাম্মদ উল্যার বিল্ডিং-এর দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন টিটু। সে বাজারে একটি কাপড় দোকানে চাকুরি করতেন। মঙ্গলবার সকালে মা ঝর্ণা রানী গ্রামের বাড়ি কুমিল্লায় বেড়াতে যান। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তার মোবাইল বন্ধ পেয়ে কুমিল্লা থেকে পুনঃরায় বাসায় গিয়ে জানালা দিয়ে কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় টিটুর মৃতদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, টিটু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি