ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লালপুরে বাবার হাসুয়ার কোপে ছেলে খুন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ৭ জুলাই ২০২২

নাটোরের লালপুরে বাবা আজদার খলিফার হাসুয়ার কোপে ছেলে আব্দুল হাকিম (৪৫) খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলের  দিকে উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে এই ঘটনা ঘটে।  

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে অন্য এক ব্যক্তিকে জমি লিজ দেয়াকে কেন্দ্র করে পিতা আজদার খলিফার সঙ্গে বড় ছেলে আব্দুল হাকিমের কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা আজদার খলিফা ছেলে আব্দুল হাকিমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে আব্দুল হাকিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃত ব্যক্তির লাশ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পুলিশ ঘাতক পিতাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, সুরতহাল রিপোর্টের পরে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। সেই সঙ্গে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি