ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

শার্শায় প্রতারকের ফাঁদে নিঃস্ব ১৪ পরিবার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ৭ জুলাই ২০২২

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মিলন মেডিকেলের মালিক মিলন ও তুহিনের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, ফার্মেসি ব্যবসা, ফ্লেক্সিলোড, বিকাশ ও হুন্ডির ব্যবসার কথা বলে এলাকার সহজ-সরল ১৪ টি পরিবারের কাছ থেকে প্রতি লাখে বছরে ১২ হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা।

ভুক্তভোগীরা জানায়, ছয় সাত বছর হয়ে গেলেও কারও টাকা ফেরত দিচ্ছে না তারা। টাকা চাইতে গেলে বিভিন্ন ভাবে হয়রানি, অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় তারা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মিলন ঘটনার সত্যতা অস্বীকার করেন।

স্থানীয় ইউপি সদস্য শেখ মুজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের দুই ভাইয়ের কাছে এলাকার অনেক মানুষ টাকা পায়, কিন্তু তারা কারো টাকা দেয় না।

বিষয়টি নিয়ে বেলতলা বাজার কমিটির সভাপতি ও কায়বা ইউ‘পি চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। যদি ভুক্তভোগীরা আমার পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন, তাহলে আমি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি