ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমারখালীতে নিখোঁজের ৫ দিন পর সাংবাদিকের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৮ জুলাই ২০২২

নিখোঁজের পাঁচ দিন পর কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নির্মাণাধীন যদুবয়রা-কুমারখালী গড়াই সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি সেতুর পাইলিংয়ে আটকে ছিল।

রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। ৩ জুলাই রাতে রুবেলের পত্রিকা অফিসের মোবাইলে কল আসে। তখন তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার।

বৃহস্পতিবার নদীতে লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে বলেন, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি