ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ পিকআপ যাত্রী নিহত, আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৭, ৮ জুলাই ২০২২

ঈদুল আজহা উপলক্ষ্যে পিকআপ ভ্যানে চড়ে বাড়ী ফেরার পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (৮ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে শাকিল (২৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঈদে ঘরে ফিরতে অসংখ্য যাত্রী পিকআপ ভ্যানে ঝুলে ঝুলে যাচ্ছেন। শুক্রবার ভোরের দিকে এমনই এক পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপের ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে দুজনের মৃত্যু হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি