ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

টিকটকে ফাঁস দেয়ার অভিনয় করতে গিয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ৮ জুলাই ২০২২

নিহত সানজিদা আক্তার (১১)

নিহত সানজিদা আক্তার (১১)

নোয়াখালীর চাটখিলে টিকটকে ফাঁস দেয়ার অভিনয়ের ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে সানজিদা আক্তার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে পরিবারের সকলের অজান্তে সানজিদা ঘরের আলমারির ওপর উঠে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস নেবার টিকটক ভিডিও ধারণ করতে যায়। এসময় অসাবধানতাবশত পা ফসকে গেলে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি