ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দোহারে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ আটক ২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪০, ৮ জুলাই ২০২২

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া এলাকার আদম ভূঁইয়ার বসতবাড়ী থেকে বিদেশী পিস্তল, ৩ রাউন্ডগুলি, হেরোইন ও ইয়াবাসহ মো. রিয়াদ ও মো. সিজান নামে দুই সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে দোহার থানা পুলিশ।

দোহার থানা পুলিশের এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন পুলিশ। 

আটককৃত সন্ত্রাসী রিয়াদ উত্তর রাইপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও সিজান একই এলাকার বাবুল খানের ছেলে।

আটককৃতদের নামে দোহার থানায় একাধিক মামলাসহ অভিযোগ রয়েছে বলে জানান দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি