ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া ঈদের প্রধান জামায়াত সকাল ৮টায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৬, ৯ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ-উল-আযাহা প্রধান জামায়াত জেলা শহরের কাজীপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রবিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরি আবহাওয়া হলে জেলা শহরের মসজিদ রোডে কেন্দ্রীয় জেলা মসজিদে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। 

ঈদের জামায়াত সম্পর্কে জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় সব মিলিয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ১৩৮৪টি।   

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, জেলার ৯টি থানায় ঈদে জামায়াত যাতে সঠিক সময়ে অনুষ্ঠিত হয় তার জন্য সংশ্লিষ্ঠ ঈদগাহ ও মসজিদ কমিটিকে বলা হয়েছে। মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় সংশ্লিষ্ঠ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন। 
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি