ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ভোলায় ঈদ উদযাপন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৫, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০ গ্রামের প্রায় তিন হাজার পরিবার ঈদুল আযহা উদযাপন করছে।

শনিবার (৯ জুলাই) সকাল ৮টায় ঈদের নামাজ আদায়ে একত্রিত হন মুসুল্লিরা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে সুরেশ্বর পীরের অনুসারী খলিফা মজনুর বাড়ির আঙিনায় ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে শতাধিক মুসুল্লি অংশ নেন। নামাজ শেষে দেশবাসীর মঙ্গলকামনায় করা হয় বিশেষ দোয়া। এর পরপরই করা হয় পশু কোরবানি।

পূর্বপুরুষ থেকে এখানকার বাসিন্দারা সৌদিআরবের সঙ্গে মিল রেখে রোজা ও কোরবানির ঈদ উদযাপন করেন।

একই সঙ্গে গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সবমিলিয়ে জেলার পাঁচ উপজেলার ১০ গ্রামের প্রায় তিন হাজার পরিবার সুরেশ্বর, চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের অনুসারীরা একযোগে ঈদ উদযাপন করেন।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি