ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৫৬, ৯ জুলাই ২০২২

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি’র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে কাপাসিয়ার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সেলিম মিয়া, তার ৮ বছর বয়সী মেয়ে সাদিয়া ও কিশোরগঞ্জের কটিয়াদি থানার ভাট্টা গ্রামের নুর জাহান।

আহতরা হলেন- নিহত নুর জাহানের স্বামী রুবেল মিয়া ও নিহত সেলিম মিয়ার স্ত্রী রেহেনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিতে চালকসহ মোট ৮জন যাত্রী ছিল। সিএনজিটি টোক এলাকায় পৌঁছালে মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এসময় সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে টেনেহিঁচড়ে ১৫-২০ ফিট দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায়। হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, সকাল আটটার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়।

এতে সিএনজিতে থাকা ৪/৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি