ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ৯ জুলাই ২০২২

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়।

জানান গেছে, সাড়ে ১০টার দিকে সেতু পার হতে টোলপ্লাজায় আসা শরীয়তপুরগামী একটি বাস ডানপাশ থেকে টোল বুথে ধাক্কা দিলে ওপরের স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে মূল কাঠামোও কিছুটা হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।

পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে টোল আদায় সম্ভব। যখন গাড়ির চাপ বাড়বে তখন আমরা এটি খুলে দেবো।”

তিনি আরও বলেন, “২ নম্বর বুথ বন্ধ থাকলেও টোলপ্লাজার অপর চারটি বুথ সচল রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি