ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভোলায় দেশিয় পিস্তল ও গুলিসহ আটক ১

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৭, ৯ জুলাই ২০২২ | আপডেট: ১৭:১৬, ৯ জুলাই ২০২২

ভোলার লালমোহনে দেশিয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন নসুকে (৪৮) আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত দেলোয়ার হোসেন একই এলাকার মৃত আ. মালেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি চাঁদাবাজি মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি দল উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনুস মোল্লা বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে আটক করা হয়। 

এঘটনায় আটককৃত দেলোয়ার হোসেন নসুর বিরুদ্ধে লালমোহন থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

এছাড়াও আটক নসুর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৩টি চাঁদাবাজি মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি