ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি, গ্রেফতার ২

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫৪, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। 

র‍্যাব-৬ (খুলনা) সদর কোম্পানি শনিবার (৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রামপাল উপজেলায় অবস্থিত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানীর ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে ২৯৫ কেজি ওজনের বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি হয়। 

শুক্রবার (৮ জুলাই) রাতে এ মালামাল চুরির ঘটনায় ওই কোম্পানীর সাইট ইনচার্জ র‍্যাব-৬ এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকাল ৮টার দিকে রামপাল উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের জিরো এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। 

এ সময় অভিযানকারীরা চুরিকৃত মালামালসহ রামপালের ইকবাল শেখ (৪৫) ও মোল্লারহাটের নুর আলম (২৬) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৫ লাখ টাকা। 

এ ঘটনায় গানাত্রা হেভী লিফটারস কোম্পানীর পক্ষ থেকে রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এর আগেও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল খুলনার বটিয়াঘাটা থেকে উদ্ধার করে র‍্যাব-৬।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি