ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কোরবানির গরু না কেনায় ক্রেতাকে হত্যার চেষ্টা   

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৮, ৯ জুলাই ২০২২ | আপডেট: ২১:৪৭, ৯ জুলাই ২০২২

মিরসরাইয়ে কোরবানির গরু না কেনায় এক প্রবাসীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহতের নাম আব্দুল মতিন (৩৫)। শনিবার (৯) জুন সকাল ১১টায় মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার ৮নং ওয়ার্ডের কমরআলী মুহুরী বাড়ীতে এ ঘটনা ঘটে।

আহত আবদুল মতিনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তারা মাথায় ৬টি সেলায় দেওয়া হয়েছে বলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। 

এ ঘটনায় মিরসরাই থানায় ৩ জনের নাম উল্ল্যেখ করে প্রবাসী আব্দুল মতিন অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই বাড়ির মৃত শফীউল্ল্যাহ ছেলে গরু ব্যবসায়ী নাছির করিম (৫৫), নাছির করিমের ছেলে ইসতিহাক চৌধুরী নাঈম(২৫), নাছির করিমের স্ত্রী সাহেদা বেগম (৪৫)।

হামলার শিকার প্রবাসী আব্দুল মতিনের স্বাক্ষরিত লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, আবদুল মতিন (৩৫) সাবেক মেম্বার গরু ব্যবসায়ী নাছির করিমের একই বাড়ির বাসিন্দা হলেও সে নাছির করিমের ঘরে ভাড়ায় থাকেন। আবদুল মতিন কোরবানির গরু নাছির করিমের কাছ থেকে না কিনে অন্যজন থেকে কিনে আনায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে নাছির কিরম ও তার ছেলে ইসতিহাক চৌধুরী নাঈম আবদুল মতিনের মাথায় ও বুকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করেন।

দেশিয় অস্র দিয়ে উপুর্যুপরি আঘাতে আবদুল মতিন ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক তার মাথায় ৬ সেলাই দেন।

৮নং ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু জানান, কোরবানির গরু কেনা নিয়ে হামলার ঘটনাটি সত্য। আহত আবদুল মতিন এখনও মস্তান নগর হাসপাতালে ভর্তি রয়েছে। নাছির উদ্দিন মেম্বারের বিরুদ্ধে এর আগেও মানুষ পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে। সে বদমেজাজি প্রকৃতির মানুষ। এ ঘটনায় সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এ বিষয়ে দুপুরে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি