গাজীপুরের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ১৩:১৩, ১০ জুলাই ২০২২
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিদ্যুতের পাওয়ার গ্রিডে হঠাৎ করেই লাগে আগুন। সেই আগুন প্রায় এক ঘন্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ।
রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে।
সার্কিট ব্রেকার বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ । এই ঘটনার পর থেকে শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিদ্যুতের এই পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আনে । এ সময় আগুনে পুড়ে গেছে সার্কিট ব্রেকার সহ অন্যান্য মালামাল ।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ পাল জানান, এই পাওয়ার গ্রিডে সার্কিট ব্রেকার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে । আগুন নিয়ন্ত্রণ আসলেও শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ।
আরএমএ
আরও পড়ুন