ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে সড়কে ঝরল তিন প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ১০ জুলাই ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে পণ্যবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

রোববার (১০ জুলাই) ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেতুভাঙা সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয়, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল ও একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন। আহত ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান সেতুভাঙা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হৃদয় ও যাত্রী সোহেল মারা যান। আহত আমজাদ ও ফোরকানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি