ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ভোলায় ৫০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১০ জুলাই ২০২২

ভোলার কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র অসহায় ছিন্নমূল পাঁচ'শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে কোরবানির মাংস ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেল ৪টায় ভোলা ইলিশা সড়কের কাঞ্চন মিয়ার বাসায় চাল, তেল ও মাংস বিতরণ করা হয়। 

বিগত বছরগুলোর ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সকলের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা বিশেষ উদ্যোগ নিয়েছেন। 

ফাউন্ডশনের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চিহ্নিত ৫শ' পরিবারের প্রত্যেক পরিবারকে এক কেজি গরুর মাংস, এক কেজি পোলাও চাল এবং এক কেজি করে সয়াবিন তেল দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ইসতিয়াক বাবু, নির্বাহী কমিটির সদস্য মঞ্জিল মোর্শেদ, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুন্নু রায়হান প্রমূখ।

এদিকে চাল তেল আর মাংস পেয়ে পরিবার-পরিজন নিয়ে এক বেলা ভালোভাবে খাওয়ার সুযোগ পেয়ে দরিদ্র পরিবারগুলো আনন্দ প্রকাশ করেছেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি