ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৪, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম আরাফাত উদ্দিন রাকিব (২২)। তিনি ওই গ্রামের একরামুল হকের ছেলে এবং আবুতোরাব ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী।

রাকিবের বন্ধু ফয়সাল জানান, রোববার দুপুরে কোরবানি গরুর গোশত কাটা শেষে বণ্টন করার জন্য ঘর থেকে ওজন স্কেল আনতে গিয়েছিল রাকিব। ওজন স্কেলটি ঘরের মধ্যে চার্জে ছিল। এ সময় এটি খোলার সময় তিনি বিদ্যুতায়িত হন। প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

ফয়সাল আরও জানান, পাঁচ ভাইয়ের মধ্যে রাকিব সবার ছোট ছিল। আজ বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বাড়িতে ছিলাম না। ঘটনাস্থলে যাচ্ছি। 

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি