ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১১ জুলাই ২০২২ | আপডেট: ০৯:০৪, ১২ জুলাই ২০২২

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন ছয় জন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার  পথে একজনের মৃুত্যু হয়।

নিহতরা সিএনজির যাত্রী ছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বেশিরভাগই বাস যাত্রী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত আটটার দিকে একটি অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে পটিয়ার দিকে যাচ্ছিল। এর পেছনে ছিল যাত্রীবাহী বাসটি। পটিয়ার জলুর দিঘি ও বাইয়ার দিঘির মাঝামঝি স্থানে পৌঁছালে বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। একপর্যায়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি