ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ৯৫১ নম্বর আপ তেলবাহী ট্রেন বিজয়নগর উপজেলার মুকন্দপুর ও হরষপুর এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিন থেকে ৫টি কমপার্টমেন্টের পেছনে ৬ নম্বর বগির সামনের ২টি চাকা লাইনের উপর থেকে পড়ে যায়। ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

তিনি জানান, ৭১৯ সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি আখাউড়া স্টেশনে আটকা পড়ে আছে।উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ ট্রেন স্বাভাবিক হবে এখনও বলা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে চলাচলের ব্যবস্থা করতে চেষ্টা চলছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি