ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে ইউপি সদস্য খুন, স্ত্রী ছুরিকাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১২ জুলাই ২০২২

পারিবারিক কলহের জেরে নাটোরের নলডাঙ্গায় মো. আব্দুল আলিম (৪৫) নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন। একই সঙ্গে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিমা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১১ জুলাই) দিনগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। 

আব্দুল আলিম উপজেলার মাধনগর গ্রামের মৃত তাহেরের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য। আর রিমা বেগম নিহত আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী এবং মাধনগর জোয়ানপুর গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত ৩টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল আলিম পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর হাতে খুন হয়েছেন। স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আলিমকে ঘরের ভিতরে পড়ে থাকতে দেখি। আর তার স্ত্রী রিমা খাতুনকে রক্তাক্ত জখম অবস্থায় কাতরাতে দেখে তাৎক্ষনিক এ্যাম্বুলেন্স যোগে পুলিশ সদস্য দিয়ে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

অপরদিকে গ্রাম্য চিকিৎসক মফিজ উদ্দিনকে দিয়ে আলিমের মৃত্যু নিশ্চিত করা হয়।

তবে আলিমের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই অধিক তদন্তের জন্য রাজশাহী থেকে গোয়েন্দা সংস্থার একটি দল তদন্ত করেছেন। এদিকে আলিমের মৃত্যু কিভাবে হয়েছে লাঠির আঘাতে না হৃদরোগে তা ময়না তদন্ত শেষেই নিশ্চিত হওয় যায়নি। 

স্থানীয়রা পুলিশকে জানায়, ইউপি সদস্য আব্দুল আলিম তার স্ত্রীকে ছুরি মেরেছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবার গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।
আরএমএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি