ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় নির্মাণাধীন ভবন থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ১২ জুলাই ২০২২ | আপডেট: ১৫:৫৮, ১২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ের নির্মানাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করে।

জানা যায়, মৃত ব্যক্তি নির্মাণাধীন নতুন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তার নাম গোলাম মোস্তফা এবং বাড়ী পটুয়াখালী জেলায়।

পুলিশ জানায়, খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুলের শিক্ষকদের সঙ্গে নিয়ে পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের গেটের তালা ভেঙ্গে দোতলায় চেয়ারে বসা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এরপর লাশ সকাল সাড়ে দশটার দিকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি