ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ট্রেন চলছে সিলেটের পথে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ১২ জুলাই ২০২২

 ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেললাইন থেকে তেলবাহী ট্রেনের ওয়াগনটি সরিয়ে নিলে মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে ওই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগরের মুকন্দপুর এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের চাকা লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে।

মুকুন্দপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম ও দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনচালক জালাল আহমেদ জানান, মুকন্দপুর স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর তারা দেখতে পান ইঞ্জিনের পেছনের বগির তেলবাহী ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ধোঁয়া উড়ছে। এরপর পুরো ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে দাঁড় করানো হয়।

পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করলে বিকেল সোয়া ৫টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে আখাউড়া স্টেশনে আটকে পড়া পাহাড়িকা ও শাহজীবাজার স্টেশন থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি