ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৯, ১৩ জুলাই ২০২২

গাজীপুরের মাঝুখানে ঝুটের গুদামে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন পাশের গোডাউনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বুধবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে মাঝুখান বাজারে একটি ঝুট গোড়াউনে আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে গেছে ছোট বড় বেশকয়েকটি ঝুটের গুদাম ও এর মালামাল।
 
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি