ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ১৩ জুলাই ২০২২ | আপডেট: ১১:৪২, ১৩ জুলাই ২০২২

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক জন।

বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। 

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে পিকআপের চালক ও হেল্পার দুইজন নিহত হন। এ সময় বাসটি পালিয়ে যায়। 

জানা যায়, একটি আম ভর্তি পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল এবং সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় রাজৈর পৌর ভবনের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ড্রাইভার নওগাঁ জেলা পোসরা থানার ছাদ্দাম ও হেলপার খাইরুল ঘটনাস্থলে নিহত হন। 

তবে এ ঘটনার পর সোনার বাংলা নামে বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি