ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ট্রাক-বাস সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৩, ১৩ জুলাই ২০২২

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। 

বুধবার (১৩ জুলাই) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

আহতরা হলেন, মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম, আবুল খায়ের এবং রয়েল। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় যাত্রীবাহী বাস ইকোনো সার্ভিস। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে বিকট শব্দ হয়। এসময় গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হন এবং ঘটনাস্থলেই ট্রাকের হেল্পার নিহত হন। তার নাম-পরিচয় জানা যায়নি। 

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। 
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি