ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২৯, ২ জুলাই ২০১৭

বন্দরনগরী চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করার দাবি দীর্ঘদিনের। তবে কোন্ প্রক্রিয়ায় এটি করা যেতে সে বিষয়টি অনেকেরই জানা নেই। এমন অবস্থায় কিছু পরামর্শ দিয়েছেন সিটি মেয়র, শিল্পপতি ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, সংসদে আইন পাশ করা ছাড়া পরিকল্পিতভাবে চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করা যাবে না।
বন্দরনগরী চট্টগ্রামের অনেক রূপ। নদী, সাগর, লেক, পাহাড়ের মতো প্রকৃতির লীলাভূমি চট্টগ্রামেই দেশের প্রধান সমুদ্র বন্দরও। বলা হয়ে থাকে বাণিজ্যিক রাজধানী। ব্যবসা-বাণিজ্য, শিল্পায়নের ক্রমবর্ধমান অগ্রগতিতে চট্টগ্রামের অবকাঠামোগত ব্যবস্থা ক্রমশ: দুর্বল হচ্ছে। বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড সামাল দিতে কমছে নাগরিক সুবিধা। যানজটমুক্ত, পরিচ্ছন্ন, ব্যবসা ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে অনেক আগে থেকেই দাবি উঠছে।
রাজস্ব আয়ের এক পঞ্চমাংশ যোগান দিচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ ভাগই হয় বন্দর দিয়ে। এ অবস্থায় চট্টগ্রামের উন্নয়ন নীতিনির্ধারকদের কাছে কতটা গুরুত্ব পাবে তা নিয়ে এখনই সিদ্ধান্তে আসা উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের কথা স্বীকার করলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি জানান, সরকার প্রয়োজন মনে করলে নগর সরকারের আইন পাশ করতে পারে।
তবে যেভাবেই হোক দ্রুতই চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে দেখতে চায় বন্দরনগরীর মানুষ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি