ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বরিশালের নিন্মাঞ্চল প্লাবিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৪ জুলাই ২০২২

কীর্ত্তনখোলা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ও মেঘনার পানি বিপদ সীমার  ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । আর এই কীর্ত্তনখোলা নদীর পানি বৃদ্ধি পওয়ায় বরিশাল নগরীর পলাশপুর,রসুলপুর এবং  সদর উপজেলার লামচরী, চরকাউয়া, আটহাজার, ডাকাতিয়ারচর, চরকমিশনা, নলচর, চকেউটিয়া বিভিন্ন গ্রামসহ নিচুএলাকা প্লাবিত হয়েছে।  

যার ফলে নগরীর শতাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে। বাসাবাড়ির আঙ্গিনা ও বেশ কয়েকটি সড়ক হাঁটুপানিতে ডুবে গেছে।  মেঘনার পানি বেড়ে যাওয়ায় হিজলা, মুলাদী ও মেহেন্দীগঞ্জের ১০টি গ্রাম, চর ও নীচু এলাকা প্লাবিত হয়েছে । 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে আবহাওয়া খারাপ থাকায় ও পূর্নিমার কারণে পানি বৃদ্ধি পাচ্ছে । 

পানি উন্নয়ন বোর্ড সুত্রে আরও জানানো হয়েছে, আজ কীর্ত্তনখোলা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে ও  হিজলার আবুপুর পয়েন্টে  মেঘনার পানি  বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর পানি প্রবাহিত হচ্ছে ।  প্রচন্ড বাতাস ও পানি বৃদ্ধিপাওয়ায় নদী উত্তাল রয়েছে । 
যদিও এর মধ্যেই নৌকা ট্রলারে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি