ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৬, ১৪ জুলাই ২০২২

মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন হোসেন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা এগারটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন আলী গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের হকজেল আলীর ছেলে। রিপন একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

এ বিষয়ে বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী বিশ্বাস বলেন, “রিপন হোসেন মোটরসাইকেল যোগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে যাওয়ার পথে আকুবপুর বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

স্থানীয়রা জানান, ড্রামট্রাক সহ অবৈধ যানবাহন বেপোরোয়া গতিতে চলাচল করার কারণে প্রায় প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। এভাবে নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের উপর ব্যাবস্থা না নেওয়া হলে  দুর্ঘটনার প্রবণতা আরও বাড়তেই থাকবে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। ঘাতক ট্রাকসহ চালককেও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।  

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি