ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে উন্নয়ন অব্যাহত রাখতে হবে: শ.ম রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ১৪ জুলাই ২০২২ | আপডেট: ১৬:৪৬, ১৪ জুলাই ২০২২

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। নারীদের ঘরে বসে না থেকে বাহিরের জগতে এসে সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের মধ্যে চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

এ সময়ে ২২ জন রোগীর প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লাখ টাকা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী নাজিরপুরে শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

এ সময় মন্ত্রী প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যারা শিক্ষিকা আছেন তাদের কাছে প্রত্যাশা করবো, আপনারা মায়ের মমতা দিয়ে সবটুকু দরদ দিয়ে নিজের সন্তান মনে করে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনবেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি