ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ১৪ জুলাই ২০২২

নাটোরের সিংড়ায় ২০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গঙ্গা কচ্ছপ উদ্ধার করেছে পরিবেশ কর্মীরা। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি হাসান ইমামের নেতৃত্বে চলনবিলের ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে এই বিরল প্রজাতির কাছিমটি উদ্ধার করা হয়। 

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার চলনবিলের ডাহিয়া এলাকার একটি বানার ফাঁদে ২০ কেজি ওজনের কচ্ছপটি পায় স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম। পরে সেটিকে কুড়ি হাজার টাকায় কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী সুবেন। 

বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হলে কচ্ছপটি ফেরত দেওয়া হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ডাহিয়া এলাকায় ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে কচ্ছপটিকে উদ্ধার করা হয়। আর এই উদ্ধার কাজে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পরিবেশ কর্মী সজিব ইসলাম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইনসহ এলাকাবাসী। 

পরে এই কচ্ছপটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বন সংরক্ষক মোল্ল্যা রেজাউল করিম বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটিকে সংরক্ষণ করা দরকার। যদি এটি হারিয়ে যায় তবে ইকোসিস্টেম ভারসাম্য নষ্ট হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি