জোয়ারের পানিতে ঝালকাঠির ১৪ গ্রাম প্লাবিত
প্রকাশিত : ১৭:৫৭, ১৪ জুলাই ২০২২
পানি ঢুকে পড়েছে কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পরিষদ ভবন, ইউএনও’র কার্যালয় ও বাসভবনসহ ১৪টি গ্রাম বিষখালী নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুট বৃদ্ধি পায়।
স্থানীয়রা জানান, পূর্ণিমার প্রভাবে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।
তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে উপজেলা পরিষদ ভবন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, আউরা আশ্রয়ণ ও মধ্যে শৌলজালিয়া আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর, কাঁঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজ, কাঁঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এছাড়া আউরা, কাঁঠালিয়া, চিংড়াখালী, জয়খালী, মশাবুনিয়া, পর্যটন কেন্দ্র ছৈলার চর, কচুয়া, শৌলজালিয়া, রঘুয়ার দরি চর, জাঙ্গালিয়াসহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
পানিতে এলাকার কৃষি, মৎস্য ও গ্রামের কাঁচা-পাকা রাস্তা ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদ ভবনের মেঝেতে পানি ঢুকে পড়ায় আতংকিত কর্মকর্তা-কর্মচারীরা।
বিষখালী নদীর তীরে ভেরিবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে এসব অঞ্চল পানিতে তলিয়ে গিয়ে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়।
এদিকে, দীর্ঘ ৫০ বছর ধরে বিষখালী নদীর কাঁঠালিয়া অংশে ভেরিবাঁধ নির্মাণ না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
এএইচ
আরও পড়ুন