ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে বুয়েটের শিক্ষার্থী নিখোঁজ

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ১৫ জুলাই ২০২২

ঢাকা জেলার দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী বুয়েটের আর্কিটেকচার বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র। 

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি ভ্রমণ দল দোহারের পর্যটন স্পট মৈনটঘাটে ঘুরতে আসে। সন্ধ্যার পরে তারা পদ্মানদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলছিলো। হঠাৎ কেউ একজন পানিতে পরে যাওয়ার শব্দ পায় তারা। পিছনে তাকিয়ে দেখে তাদের মধ্যে থেকে তারিকুজ্জামান সানি (২৫) নামে বুয়েটের শিক্ষার্থী নেই। তারা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ডুবরি দল।
 
নিখোঁজ সানী শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দির হারুনউর রশীদের ছেলে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি