ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেঘনা নদীতে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ১৫ জুলাই ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ মাঝি আহত হন। এসময় তারা প্রাণ বাঁচতে নদীতে ঝাপ দিলে অন্য ট্রলারের সহযোগিতায় রক্ষা পান।

বৃহস্পতিবার (১৪ জুলাই)  বিকেল ৪ টায় মেঘনা নদীর দমারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে মো.রাকিব (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা সামছুদ্দিন (৩৭)।  

জানা যায়, ১৬ জন মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীর বন্দরটিলা ঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার পথে দমারচর পৌঁছালে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় ট্রলারের থাকা তেলে আগুন লাগলে তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ট্রলারটি ভস্মীভূত হয়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আফসার দিনাজ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ঝাপ দেয়া মাঝিমাল্লাদের দেখতে পেয়ে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি