ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঈদ শেষে ফিরছে মানুষ, চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০১, ১৫ জুলাই ২০২২

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মানুষের উপস্থিতি বেড়েছে।

সকাল থেকেই পরিবার পরিজন ও স্বজন নিয়ে দলে দলে নিজ কর্মস্থলে ফিরছেন তারা। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাসহা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। স্বস্তি ও কোনো ভোগান্তি ছাড়াই ঈদ শেষে  কর্মস্থলে ফিরছেন তারা।

তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অনেকটা নির্বিঘ্নে, স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি